Monday, September 11, 2017

3d Studio Max

3d Studio Max কি ?

3d Studio Max হচ্ছে ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরির সবচাইতে জনপ্রিয় এবং বহুল ব্যাবহ্রিত সফটওয়্যার। বলা হয়ে থাকে আপনি যদি কিছু কল্পনা করতে পারেন , ত সেটা আপনি গ্রাফিকালি তৈরি করতে পারবেন 3d studio max সফটওয়্যার এর মধ্যে। এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোনও জিনিসের ত্রিমাত্রিক রুপ দিতে পারবেন যাকে আমরা থ্রি ডি ম্যাক্স এর ভাষায় মডেলিং বলে থাকি। হোক না সে কোন মানুষের মডেল , প্রকৃতি , বা কোন জড় পদার্থ , 3D Studio Max এ আপনি সেই বস্তুটির মডেল তৈরি করতে পারবেন খুব সহজেই।

তারপর সেই ত্রিমাত্রিক অবয়ব টাকে আপনি আপনার ইচ্ছামত রঙ ব্যাবহার করে ফুটিয়ে তুলতে পারবেন আর নিয়ে আসতে পারেন বাস্তবের কাছাকাছি, ম্যাক্স এর ভাষায় এটার নাম মেটেরিয়াল বা টেক্সচারিং। শুধু তাই না সেই তৈরি করা মডেল টি কে আপনি প্রানবন্ত করে তুলতে পারেন বিভিন্ন মুভমেন্ট এর মাধ্যমে যাকে আমরা বলি এনিমেশন। আর সর্বশেষে আপনি খেলতে পারেন আলো আর ছায়া নিয়ে যা দিবে আপনার কল্পনার চূড়ান্ত অবয়ব আর একি সাথে তাক লাগিয়ে দিতে পারেন সবাইকে।

3d Studio Max কোথায় কোথায় ব্যাবহার করা যায় ?

কোথায় হয় না থ্রি ডি ম্যাক্স এর ব্যাবহার , মিডিয়ার প্রতিটি ক্ষেত্রেই এর অপরিহার্যতা। মুভি , আডভারটাইজিং , প্রিন্ট , গেম ডিজাইন , আর্কিটেকচার সবখানেই 3D Studio Max কার্যকারিতা অসামান্য । আমাদের দেশের প্রেক্ষাপটেও 3d Studio Max এর ব্যাবহার অনেক ব্যাপক। মুটামুটি স্কিল আয়ত্ত করতে পারলে আপনি দেশেরই অনেক ধরনের কাজ করতে পারবেন। সব ধরনের মিডিয়াতে থ্রি ডি ম্যাক্স জানা তা এখন অনেকটা বাধ্যতামুলক হয়ে গেছে। আজকাল ত এডভারটাইজমেন্ট এর যুগ , আর বেশিরভাগ মানসম্মত এড তৈরি করতে হলে ভাল একটা থ্রি ডি আপ্লিকেশন এর সাহায্য ছাড়া অকল্পনিয়। সিভিল বা আরকিটেকচার ফার্ম এর সাথে সম্পর্কিত যারা আছেন তাদের জানেন ম্যাক্স জানা আপনার উপার্জন কে কত গুন বারিয়ে দেয় ! আর দেশের বাইরের কাজ ও আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করতে পারেন যদি ভাল স্কিল থাকে। আসলে 3d Studio Max এমন একটি সফটওয়্যার যার সম্ভাবনা অপার , আপনার ক্রিয়েটিভিটি কে শানিত করতে এর থেকে ভাল কিছুই হতে পারে না।

3D Studio Max ই কেন ?
থ্রি ডি গ্রাফিক্স শেখার জনে কিন্তু 3D Studio Max ই একমাত্র সফটওয়্যার পেকেজ না। আর অনেক অসাধারন সফটওয়্যার আজকাল আছে যা দিয়ে আপনি একি কাজ করতে পারবেন। যেমন Maya , Cinema 4D , Softimage Xsi ইত্যাদি। কোনটা সিখবেন সেটা আপনার ব্যাক্তিগত বেপার কিন্তু 3D Studio Max এর শেখার পেছনে বড় কারন হল এর বিশাল সংখ্যক ব্যাবহারকারি আর রিসোর্স। আপনি চাইলেই 3D Studio Max এর যে কোনও বেপার ইন্টারনেট থেকে জানতে পারবেন , 3D Studio Max এর জন্যে তৈরি অনেক কিছুই আপনি রেডিমেড পেয়ে যাবেন যা অন্যান্য প্যাকেজ গুলোতে পাবেন না। আর সবচাইতে বড় বেপার তা হল 3D Studio Max এর মত বড় প্লাগইন এর কালেকশন আর কুনো প্যাকেজ এ নাই। প্লাগ ইন হল কুনো সফটওয়্যার এর থার্ড পার্টি টুল যা আপনার কাজ কে অনেক সহজ করে দেয়।

কিরকম কম্পিউটার লাগবে ?
3D Studio Max শিখতে হলে আপনাকে সুপার কম্পুটার লাগবে না। আমি আদ্দি কালের সেলেরন প্রসেসর এর পিসি তেও ম্যাক্স ইউস করেছি। তবে সেটা শুধু শেখার জন্যে অবশ্যই , প্রডাকশন এর জন্যে আপনার পিসি যত শক্তিশালি হয় তত ভাল। যত ভাল পিসি তত আরাম পাবেন ইউস করে। 3D Studio Max এর জন্যে সবচাইতে প্রয়োজনীয় হল প্রসেসর আর ব্যাম। ওই দুটা যত বেশি হয় তত ভাল। আপনি যদি নতুন পিসি কিনতে জান তাহলে বলব নুন্যতম core i3 প্রসেসর আর 4 gigabyte RAM যাতে থাকে আপনার পি সি তে। core i5 বা core i7 হলে সোনায় সোহাগা। র‍্যাম এর দাম কমে গেছে আর হাই কোয়ালিটির কাজ করতে অনেক র‍্যাম লাগে। তাই আপনি যদি ম্যাক্স এর ইউসার হন তবে বেশি র‍্যাম কিনে আপনি কোনদিন ও পচতাবেন না। আরেকটা জিনিশ একটু ভাল হলে বেটার হয় সেতা হল গ্রাফিক্স কার্ড। নতুন পিসি যদি কিনতে জান তাহলে ১ গিগা ভির‍্যাম সম্পন্ন কার্ড কিনুন। আর প্রফেশনাল কাজ করতে চাইলে আপনাকে ভাল চিপসেট এর গ্রাফিক্স কার্ড কিনতে হবে।

আপনার পিসি টি যদি পুরাতন হয় , কুনোই টেনশন নাই , শিখতে হলে খুব সাধারন পিসি ই যথেষ্ট। পেন্টিয়াম ৪ , সেলেরন , ডুয়েল কোর ইত্যাদি সব পিসি তেই ব্যাবহার করতে পারবেন। এমনকি ল্যাপটপ এও ব্যাবহার করতে পারবেন 3D Studio Max ।

তবে একটা ব্যাপার , আপনার মনিটর যত বড় হয় তত সুবিধা। নুন্যতম ১৭ ইঞ্চি মনিটর না হলে আপনি কাজ করতে পারবেন না। নতুন পিসি কিনতে গেলে বলব ২০" থেকে ২৬" , আপনার বাজেট অনুসারে কিনে ফেলুন একটা এল সি ডি মনিটর। আর একটা জিনিস আপনাকে ভাল কিনতেই হবে সেটা হল একটা ভাল মাউস। আমি A4tech কোম্পানির Glaser seris এর মাউস গুলা ব্যাবহার করি , অসাধারন মাউস। ৫০০-৬০০ টাকার মত হবে দাম। 

এখন বলেন 3D Studio Max পাব কোথায় ? কোন ভার্সন ব্যাবহার করব ?
আর্থ সামাজিক প্রেক্ষাপটে আমাদের এত দাম দিয়ে সফটওয়্যার কেনার সামর্থ্য থাকে না। তবে সাধ্য থাকলে সফটওয়্যার কিনে ব্যাবহার করা উচিত। ইতিমধ্যেই অনেকেই Autodesk 3ds max 2018
সফটওয়্যার ব্যাবহার করছেন ।

ডাউনলোড লিঙ্ক 
Download 3ds Max 2018 | Free Trial | Autodesk
https://www.autodesk.co.uk/products/3ds-max/free-trial

3D Studio Max 2018 FULL
http://sharkdownloads.com/3dgraphics/autodesk-3ds-max-2018-full-version-crack2/

আরো কিছু সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক দিলাম আশাকরি কাজে আসবে l 

Torrent SITE
Autodesk AutoCAD 2017
http://www.01torrent.net/application/autodesk-autocad-2017-x64-keygen/45944/

Autodesk AutoCAD 2018
http://www.01torrent.net/application/autodesk-autocad-2018-x86x64-incl-keygen/52968/

Autodesk AutoCAD Civil 3D 2018
http://www.01torrent.net/application/autodesk-autocad-civil-3d-2018-x64-iso-keygen/55835/

Autodesk AutoCAD 2016
http://www.01torrent.net/application/autodesk-autocad-2016-sp1-x64-x86-incl-keygen/30051/

Autodesk এর সাইট এ সেটা ফ্রি নামাতে পারবেন।
তবে যাদের পিসি একটু পুরাতন আর ১ গিগা ভি র‍্যাম সম্পন্য গ্রাফিক্স কার্ড নাই তাদের Autodesk 3ds max 2018 টা কালেক্ট না করার পরামর্শ দিচ্ছি । আপনাদেরকে Autodesk 3ds max 2010/2012 কালেক্ট করতে বলব।

আপনি ইন্সটল করতে বা যে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হেল্প করবো |

গুরুত্বপূর্ণ শেষ কথা:
এখন আসেন আসল কথায়....
কোথায় শিখবেন 3D Studio Max???

যখনি বলি ভাই ইন্টারনেট এ অনেক অনেক টিউটোরিয়াল আছে সব বিষয়ের এর উপরই তখন এ বেশিরভাগ এর ই কমপ্লেইন যে ইংরেজি টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয়। আর বুঝতে সমস্যা হলে ওই জিনিস্টার প্রতি ইন্টারেস্ট থাকে না।

আর আমাদের দেশে অনেক ট্রেনিং সেন্টার আছে কিন্তু গুনগত ভালো মানের ট্রেনিং সেন্টার খুবই নগণ্য ..হাতেগুণা ।

যে প্রতিষ্ঠান আপনাকে সম্পূর্ণ কোর্স সঠিক ভাবে আপনার ডিপার্টমেন্ট অনুসারে ফুল প্রাক্টিক্যাল প্রজেক্টস সহ করাবে তার কাছেই আপনি শিখতে পারেন I

ক্যাড বাংলাদেশ সম্পর্কে কিছু কথা :
ক্যাড বাংলাদেশ হল বাংলাদেশী CAD Learning Institute.
আপনার প্রয়োজনীয় CAD,CAM,CAE Software গুলো আমরা খুব যত্ন সহকারে Training এবং professionally কাজ করার গ্যারান্টি দিয়ে থাকি। আমাদের আছে প্রফেশনাল ট্রেইনার, আর ও আছে Attractive কারিকুলাম। যুগের সাথে তাল মিলিয়ে আমরা Update Software Training দিয়ে থাকি। আছে Practice and Problem Solving এর জন্য Extra Class এর সুবিধা। সকল Students দের Project দেখানো হয় এবং Project Assignment দেয়া হয়। মেকানিক্যালদের জন্য আছে Industry Based CAD Drawing। ইলেক্ট্রিক্যালদের জন্য আছে Syllabus for Drawing Electrical Equipment. সিভিল ইঞ্জিনিয়ার দের জন্য আছে সাইট ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, কস্টিং ক্যালকুলেশন। আর্কিটেক্ট দের জন্য বিশেষ আকর্ষন হলো রিয়েল ভিউ তৈরী করা ইন্টেরিয়র ডিজাইন এর। সকল ডিজাইন ইঞ্জিনিয়ারদের একটিই ঠিকানা, ক্যাড বাংলাদেশ 
পথ ধরে হেটে যাওয়ারই যদি সাহস না করি তবে পথের শেষটা যে কখনই দেখা হবে না। চাঁদের আলো দেখতে হলে যে জানালা খুলে বাইরে তাকাতেই হবে, আমাবস্যা কিনা তার ভয় হলে যে কখনই জ্যোৎস্না দেখা হবে না। 
So, be positive and work consistently, love the people and let them go who don't want to come with u. Almighty always with us.

আমাদের পোস্ট ভালো লাগলে শেয়ার/কমেন্ট করুন বা পোস্ট সম্পর্কে কিছু জানার থাকলে নিচে কমেন্ট করুন I
আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ I

পোস্ট টি লিখেছেন : DH Imran ( CAD Engineer, CADD BANGLADESH)

যোগাযোগের জন্য ঠিকানাঃ
বাড়ি # ০৪ (ফ্ল্যাট – A৫), রোড # ০১, সেক্টর # ১০
উত্তরা মডেল টাউন , ঢাকা - ১২৩০
ফোনঃ ০১৬৩০৩৩৩৬৬৬
ইমেইলঃ info@caddbd.com

No comments:

Post a Comment